আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5827

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 12 জানু. 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ১) আমার বাবা আমার মায়ের নামে একটি জমি কিনেছিলেন (বাবা তার দেনমোহর হিসাবে) বাবা মারা গিয়েছে, এখন সেই সম্পত্তি শরীয়া মোতাবেক ১ ছেলে ও ২ মেয়ের মাঝে বন্টন করে দিতে পারবে? মা জীবিত। ২) মায়ের পৈত্রিক সুত্রে পাওয়া জমি তার ১ ছেলে ও ২ মেয়ের মাঝে কত ভাগে বন্টন হবে? মা জীবিত।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মা জীবিত অবস্থায় মিরাস হিসেবে সম্পত্তি বন্টন করতে পারবেন না। তিনি মারা যাওয়ার পর সন্তানরা তার সকল সম্পত্তি পাবেন। ছেলোর মেয়েদের চেয়ে দ্বিগুণ পাবেন। দেন মোহরের জমি, পৈত্রিক সূত্রে পাওয়া জমি সবই এই নিয়মে সন্তনরা পাবেন।