আসসালামু আলাইকুম শায়খ। আমি একটা মেয়েকে পছন্দ করি। আলহামদুলিল্লাহ আমি হারাম রিলেশনশিপ থেকে অনেক আগেই বেরিয়ে এসেছি এবং যে মেয়েটাকে আমি পছন্দ করি সেসহ সব মেয়েদের সাথে যোগাযোগ করা একদম বন্ধ করে দিয়েছি। যে মেয়েটাকে আমি পছন্দ করি তাকে আমি বিয়ে করতে চাই। সেই মেয়েটা আমাকে বিয়ে করতে চায় এবং তার ফ্যামিলি রাজি আছে। আমি আমার বিয়ের ব্যাপারে আমার মার সাথে কথা বলেছি এবং তিনি রাজি আছেন। মেয়ের ফ্যামিলিতে মেয়ে ধার্মিক এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ইসলামকে প্র্যাকটিস করছি। কিন্তু তার বাবা-মা অনেক বছর ধরে আলাদা থাকে। তার বাবা বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত থাকার কারণে, তার মায়ের উপর অত্যাচারের কারণে এবং বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে তার বাবা-মা তারা আলাদা থাকেন। তারা এখনো ডিভোর্স করেনি। কিন্তু তার বাবা-মার মধ্যে কোন ধরনের যোগাযোগ নেই। তার বাবা-মা একসাথে থাকতে চায় না আবার ডিভোর্স করতে চায় না। এখন আমার মনে হচ্ছে যে আমার বাবা-মা তা যদি জানতে পারে তাহলে এই মেয়েটার সাথে আমার বিয়ে দেবে না। কিন্তু এই মেয়েটার এমন কোনো জিনিস নেই যা দেখে আমার মা অপছন্দ করবে। আমার মা চান একজন ধার্মিক মেয়ে এবং ভালো ফ্যামিলি স্ট্যাটাস। আমি চাইনা আবার হারাম রিলেশনে জড়িয়ে যাই। এমতাবস্থায় আমি কি নিজ থেকেই বিয়ে করতে পারব বা আমার কি করনীয়?