আস-সুন্নাহ ট্রাস্ট
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5820
সুন্নাত
প্রকাশকাল: 5 জানু. 2022
আস সালামু আলাইকুম, নামাযের পর যে যিকির গলো করা হয় এগুলো কি শুধু ফরজ নামাজের পর, নাকি যেকোনো নামাজ আদায় করে করা যাবে?
ওয়া আলাইকুমুস সালাম। নামাযের পরের যিকির দ্বারা ফরজ নামায উদ্দেশ্য। ফজিলত ফরজ নামাযের সাথেই সংযুক্ত। তবে এই জিকিরগুলো যে কোন সময় করা জায়েজ।