আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5818

হালাল হারাম

প্রকাশকাল: 3 জানু. 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়খ আমার একটা প্রশ্ন ছিল এক ব্যবসায়ী এক ব্যক্তির কাছে এক লক্ষ টাকা পায়, আমি যদি তার টাকা উঠিয়ে দেই। তার সম্মতিক্রমে বিনিময়ে তার কাছ থেকে আমি 20 হাজার টাকা নেই, সেটা কি আমার জন্য জায়েজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি পরিশ্রম করে টাকা আদায় করে দিচ্ছেন সে জন্য এই চুক্তি জায়েহ হবে, কিন্তু এই সব উপকারের প্রতিদানগুলো আল্লাহর কাছে রেখে দেয়া উত্তম। কিয়ামতের দিন এইসব উপকারের সওয়াব মানুষের অনেক বেশী উপকারে আসবে। মানুষ হিসেবে এমন আরেকজন মানুষের এমন বিপদে নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়ানো আমাদের নৈতক ও ধর্মীয় দায়িত্ব।