আসসালামু আলাইকুম। আমার আম্মুর কিছু সম্পদ আছে। আমরা তিন ভাই বোন। আমার মা সব কিছুই সমান ভাগে ভাগ করে দান পত্র করে দিতে চান। কারন আমার বড় ভাইয়ের একটু সমস্যা আছে। তার এক কন্যাও আছে। আমার বড় ভাইকে যদি তার ভাগেরটা পুরোটা দেওয়া হয় তাহলে সে সেটা পুরোটা বিক্রিও করে দিতে পারে। এতে তার মা মরা একমাত্র কন্যা বিপদে পরবে। কারন সে মাত্র ক্লাস নাইনে পড়ে। যদিও আমি আর আমার আম্মু আমার ভাতিজীকে দেখি। মানে সকল খরচ বহন করি আর আমাদের সাথে রাখি। আমার বড় ভাই এত কেয়ার করে না। সে ক্ষেত্রে আম্মু কি তার নাতনিকে বড় ভাইয়ার ভাগের হাফ দিলে গুনাহ হবে? ইসলামিকভাবে এটার সমাধান জানতে চাই। ধন্যবাদ