আসসালামু আলাইকুম। কিছু দিন আগে আমি আমার এক বন্ধুকে চাকুরির ব্যবস্থা করে দেই, এখন সে আমার কলিক,সে আসার পর থেকে দেখি আমার মাঝে হিংসা কাজ করা শুরু করেছে, কিন্তু এর আগে আমি একদম হিংসা মুক্ত ছিলাম। এখন তাকে আমি সহ্য করতে পারি না তার ভালো কথা খারাপ কথা আমার বিষ এর মত লাগে, আমি অনেক চেষ্ট করছি তার সাথে যেন এমন না করি, মাঝে মাঝে এর প্রভাব এমন হয় আমি তূছ্য-তাচ্ছিল্য করে কথা বলে ফেলি। কারন মাথায় থাকে আমিই তো তার চাকুরি দিয়েছে। সব সময় অন্য কাছ থেকে রিসপেক্ট চাই এমন মনোভাব তৈরি হয়েছে। দয়া করে এর থেকে পরিত্রাণ এর উপায় নসিহ করুন, হিংস মুক্ত জীবন চাই। জাজাকাল্লাহ খায়রান