আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 581

হাদীস

প্রকাশকাল: 2 সেপ্টে. 2007

প্রশ্ন

শাইখ আব্দুর রউফের বইয়ে একটি হাদীস পড়লাম। রাসুলুল্লাহ(স) বলেছেন, আহলে হাদীসদের সভাব হবে তারা কোন কাজের ক্ষেত্রে বলবে রাসুলুল্লাহ(স) বলেছেন তাই এ কাজটি কর, রাসুলুল্লাহ(স) এভাবে করতেন তাই করতেন তাই এভাবে কর। ( মিফতাহুল জান্নাত বিল ইহতিজাজে ফিস সুন্নাত, পৃ: ৬৮, ইমাম সুয়ুতি)
এই হাদিসের সনদের তাহকীক জানতে চাই। দলিলসহ জানাবেন। জাযাকাল্লাহু খাইরহ

উত্তর

রাসূলুল্লাহ সা. এর যুগে আহলে হাদীস নামে কোন পরিভাষা ছিল না। সুতরাং হাদীসের ভিতর আহলে হাদীস শব্দ আসতে পারে না। আর যে কিতাবের রেফারেন্স দিয়েছেন হাদীসের ক্ষেত্রে এমন কিতাবের রেফারেন্স গ্রহনযোগ্য নয়। তারপরও যদি কথিত এই হাদীসটির আরবী পাঠ দিতে পারেন তাহলে দেখা যাবে।