শাইখ আব্দুর রউফের বইয়ে একটি হাদীস পড়লাম। রাসুলুল্লাহ(স) বলেছেন, আহলে হাদীসদের সভাব হবে তারা কোন কাজের ক্ষেত্রে বলবে রাসুলুল্লাহ(স) বলেছেন তাই এ কাজটি কর, রাসুলুল্লাহ(স) এভাবে করতেন তাই করতেন তাই এভাবে কর। ( মিফতাহুল জান্নাত বিল ইহতিজাজে ফিস সুন্নাত, পৃ: ৬৮, ইমাম সুয়ুতি)
এই হাদিসের সনদের তাহকীক জানতে চাই। দলিলসহ জানাবেন। জাযাকাল্লাহু খাইরহ