আসসালামু আলাইকুম, আমার বাবার কিছু জমি আমার ভাইয়ের প্রয়োজনে বন্ধক দিয়েছে অনেকদিন আগে। (এখানে বন্ধকের সিস্টেম হচ্ছে আমি জমি বন্ধক দিয়ে টাকা নিলাম আর বন্ধক গ্রহীতা জমি ভোগ করে, পরে আবার আমাকে টাকা ফেরত দিয়ে জমি ফিরিয়ে আনতে হয়। যা আমার জানামতে জায়েজ নেই।) এখন আমার কথা হচ্ছে যেহেতু জমি অন্য লোক ভোগ করে তাই আমি চাচ্ছি জমি গুলো আমি টাকা দিয়ে ফেরত নিব।আমার ভাই তারা চাষ করবে, আমাকেও ভাগ দিবে। মানে আমি ভোগ করব। যদিও এখানে প্রচলিত বন্ধকের মত হয়ে যাচ্ছে, কিন্তু আমার উদ্দ্যেশ হচ্ছে জমি গুলো আমার বা আমার বাবার দখলে থাকা পাশাপাশি ভাইয়েরা চাষ করে তারাও ভোগ করা, আমি ভোগ করা। তবে আমাকে আবার আমার টাকা ফেরত দিয়ে জমি বাবা নিতে পারবে। দয়া করে উত্তর দিবেন, এটা করতে পারব কিনা?