আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5793

আকীদা

প্রকাশকাল: 9 ডিসে. 2021

প্রশ্ন

আমাদের মসজিদের ইমাম বিশ্বাস করে ইমাম আবু হানিফা আল্লাহ কে ১০০ বার দেখেছে। আব্দুল কাদের জিলানী অনেক লোক কে জিন্দা করেছে আর মাযহাব না মানলে বা যারা লা মাযহাব তারা জাহান্নামী এ কথা বলে আল্লাহ উপর থেকে সব জায়গায় বিরাজ মান সে বলে আল্লাহ উপরে কিন্তু সব জায়গায় আছে (সে মনে হয় বোঝানোর চেষ্টা করে আল্লাহ উপরে কিন্তু সব জায়গায় সে যানে দেখা শোনা করে) এবং সে অনেক দূরুত নামায পড়ায় (১ মিনিটে ১ রাকাত) তার বয়স ৬০ বছর মতো। এখন এই ইমামের পিছনে নামায হবে?

উত্তর

বিশুদ্ধ আকীদার ইমাম না থাকলে বাধ্য হয়ে এই ধরণের ইমামের পিছনেই নামায পড়তে হবে। যদি কোন মসজিদের নিয়মিত নিযুক্ত ইমাম বিদআতি বা পাপী বা হন বিশুদ্ধ আকীদার না হন তবে তার নিয়োগের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিগণ পাপী হবেন। সাধারণ মুসল্লি যদি অন্য কোন ভাল ইমামের পিছনে সালাত আদায়ের সুযোগ পান তাহলে ভাল, নইলে এরুপ ইমামের পিছনেই সালাত আদায় করতে হবে। নেককার ইমামের পিছনে সালাত আদায়ের চেষ্টা করতে হবে। কিন্তু সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন কুফর-শিরক না পাওয়া পর্যন্ত কোনো অজুহাতে জামাআত বা জুমুআ ত্যাগ করা যাবে না। ঐক্য বজায় রেখে উত্তম ইমামের জন্য চেষ্টা করতে হবে। প্রসিদ্ধ কালামবিদ ইমাম আবুল হাসান আশয়ারী র. (৩২৪হি.) বলেন, ومن ديننا أن نصلي الجمعة والأعياد وسائر الصلوات والجماعات خلف كل بر وفاجر كما روى أن عبد الله بن عمر رضى الله عنهم كان يصلي خلف الحجاج অর্থ: আর আমাদের দীনের অন্যতম দিক যে, আমরা জুমুয়ার সালাত, ঈদগুলো এবং অন্যান্য সকল সালাত এবং জামাআত নেককার ও বদকারের পিছনে আদায় করি। যেমনিভাবে বর্ণিত আছে,আব্দুল্লাহ ইবনে উমার রা. হাজ্জাজ ইবনে ইউসুফের পিছনে সালাত আদায় করতেন (মুসান্নিফে ইবনে আবী শায়বা হাদীস নং ১৪১৭৫)। আল-ইবানাহ আন উসূলিদ দিয়ানাহ, ১/২০। দলীলসহ বিস্তারিত জানতে পড়ন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রচিত আল-ফিকহুল আকবার পৃষ্ঠা ৩৩৭-৩৭৯ এবং রাহে বেলায়াত পৃষ্ঠা ৫৬৩-৫৬৮