আসসালামু আলাইকুম, আমার আত্মীয়ের একটা চালু ব্যবসা ছিল। সেখানে কর্মসংস্থান ছিল প্রায় ১০০ লোকের। তিনি অল্প বয়স থেকে নিজের জমানো টাকা দিয়ে ব্যবসা শুরু করে ধীরে ধীরে এতো বড় ব্যবসার মালিক হয়েছেন।
করোনার ধাক্কা সামলাতে গিয়ে তার ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। কর্মচারীদের কয়েক মাসের বেতন দিতে পারেননি। ব্যবসা চালু করতে এবং বকেয়া বেতন ইত্যাদি দিতে তার ৩ কোটি টাকার পুঁজি দরকার। যাবতীয় স্থাবর সম্পত্তি, স্ত্রীর সোনার গয়না, গাড়ি ইত্যাদি বিক্রি করে ৯৫ লাখের মতো যোগাড় করতে পারবেন; আরও দরকার ২ কোটি টাকা।
বিনা সুদে এই টাকা কোনোভাবেই কারুর কাছ থেকে যোগাড় করতে পারছেন না। ব্যাংক থেকে লোন নিতে গেলে সাধারণ ব্যাংক তো বটেই, দেশের প্রচলিত ইসলামি ব্যাংকগুলো ইন্টারেস্ট এর হার ঠিক করে দিচ্ছে – যা প্রকাশ্য সুদ। এখন তার কি করণীয়? ধন্যবাদ।