আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5784

পবিত্রতা

প্রকাশকাল: 30 নভে. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। নামাজ শেষ করার পর কাপড় খুলে দেখলাম যে গুপ্তাঙ্গ থেকে পাতলা পানির মত বের হয়ে আছে। অথচ নামাজের আগে সব ঠিক ছিলো। এই অবস্থায় কি আমার নামাজ হয়েছে? নাকি আবার পড়া লাগবে? আর ওই কাপড়টা কিভাবে পাক করবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শরীরে লাগা নাপাকি পরিস্কার করার পর নতুন করে ওযু করে পবিত্র কাপড় পরে আবার নামায আদায় করতে হবে। পানি দিয়ে ধুয়ে নাপাক কাপড় পবিত্র করবেন।