আমি একটি ছোট্ট বেসরকারী চাকুরী করি। যতসামান্য বেতন পেয়ে সংসার পরিচালনা করি। করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্টানের আর্থিক অবস্থা খারাপ হতে থাকায় কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। তাকদীরে বিপদ থাকলে হয়ত আমাকেও ছাঁটাই করা হতে পারে। আর আমার নিজের বাড়ি নেই। জায়গা আছে কিন্তু বাসা বানানোর টাকা নেই। বাসা ভাড়া থাকতে হয়। বাসা ভাড়ার পিছনে আয়ের সিংহভাগ টাকা ব্যয় হয়ে থাকে। সংসারের ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হয়। এমতাবস্থায় সামান্য জমানো টাকা দিয়ে ওমরা করা যাবে কী (ওমরার জন্য যা পর্যাপ্ত নয়)? এই হাদীসের আলোকে ওমরা করতে চাচ্ছি। “তোমরা হজ্ব ও উমরা পরপর একত্রে পালন কর। কেননা এ দুটি (হজ্ব ও উমরাহ) দারিদ্র ও গুনাহসমূহ এমনভাবে দূর করে দেয় যেমন কামারের হাপর লোহা ও সোনা-রূপার ময়লা দূর করে দেয়। আর হজ্বে মাবরূরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়।” এই হাদীসটি কি সহীহ? – আব্দুল্লাহ, রাজশাহী।