আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5780

হজ্জ

প্রকাশকাল: 26 নভে. 2021

প্রশ্ন

আমি একটি ছোট্ট বেসরকারী চাকুরী করি। যতসামান্য বেতন পেয়ে সংসার পরিচালনা করি। করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্টানের আর্থিক অবস্থা খারাপ হতে থাকায় কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। তাকদীরে বিপদ থাকলে হয়ত আমাকেও ছাঁটাই করা হতে পারে। আর আমার নিজের বাড়ি নেই। জায়গা আছে কিন্তু বাসা বানানোর টাকা নেই। বাসা ভাড়া থাকতে হয়। বাসা ভাড়ার পিছনে আয়ের সিংহভাগ টাকা ব্যয় হয়ে থাকে। সংসারের ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হয়। এমতাবস্থায় সামান্য জমানো টাকা দিয়ে ওমরা করা যাবে কী (ওমরার জন্য যা পর্যাপ্ত নয়)? এই হাদীসের আলোকে ওমরা করতে চাচ্ছি। “তোমরা হজ্ব ও উমরা পরপর একত্রে পালন কর। কেননা এ দুটি (হজ্ব ও উমরাহ) দারিদ্র ও গুনাহসমূহ এমনভাবে দূর করে দেয় যেমন কামারের হাপর লোহা ও সোনা-রূপার ময়লা দূর করে দেয়। আর হজ্বে মাবরূরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়।” এই হাদীসটি কি সহীহ? – আব্দুল্লাহ, রাজশাহী।

উত্তর

এখন আপনি এই টাকা দিয়ে সংসারের প্রয়োজনীয় খরচ নির্বাহ করবেন। আপনার আর্থিক অবস্থা হজ্জে যাওয়ার মতো হলে তখন হজ্জ ও উমরা একসাথে পালন করবেন। আল্লাহ আপনাকে হজ্জ করার তাওফীক দান করুন। উক্ত হাদীসটি সহীহ।