আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5778

সালাত

প্রকাশকাল: 24 নভে. 2021

প্রশ্ন

ইমাম বা পীর হয়ে, আল্লাহ/রাসুল (দ.)/ফেরেশতা, কোরআন হাদিস, দ্বীন ও শরীয়তের যে-কোনো ১টি অংশ নিয়ে উপহাস করে, অবজ্ঞা ও অপমান করে, অপবিত্র স্থানে বা অপাত্রে রাখে, রংতামাশা করে বা হাততালি দিয়ে আল্লাহর জিকির ও নবীর দরুদ পড়ে, এরূপ ব্যক্তিকে ইসলাম কী বলে? এ ব্যক্তির পেছনে কি নামাজ পড়া যায়?

উত্তর

এই ধরণের ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে। তার পিছনে নামায পড়া যাবে না। শরীয়তের কোন বিধানকে উপহাসকারী মুসলিম থাকে না।