আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5777

বিবাহ-তালাক

প্রকাশকাল: 23 নভে. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার বয়স ২১ বছর বয়স আমি বাসায় বিয়ের কথা বলায় আম্মু বলছে অনার্স শেষ করে চাকরি করার আগে বিয়ে দিবে না। এখন আল্লাহকে ভয় করে নিজের চরিত্র হেফাজতের জন্য আমার কি আম্মুর কথা শুনা নাকি কোন দ্বীনদার পাত্রীকে বিয়ে করে নেওয়া।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিবাহের উপযুক্ত হওয়ার পরও পিতা-মাতা বিবাহ না দেওয়াটা খুবই অন্যায়। আপনি আপনার আম্মুকে সাধ্যমত বুঝানোর চেষ্টা করুন, যদি না মানে তাহলে যদি আপনার সব ধরণের সামর্থ্য থাকে তাহলে কোন দ্বীনদার পাত্রীকে বিবাহ করে নিতে পারেন। আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিন।