আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 577

নামায

প্রকাশকাল: 29 আগস্ট 2007

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, সালাতের জামাত শুরু হয়ে জাবার পরে গিয়ে জামাতের দুই রাকাত পেলাম। এখন বাকি দুই রাকাতে কি সুধু সুরা ফাতিহা দিয়ে আদাই করবো নাকি সুরা ফাতিহা এর সাথে অন্য সুরা মিলিয়ে আদাই করবো। ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সূরা ফাতিহাসহ অন্য সূরা পড়বেন।