আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5768

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 14 নভে. 2021

প্রশ্ন

মেয়েরা কি পিতার ভিটা বাড়ির অংশ পাবে? পিতা যদি নিজের ভিটা বাড়ি আগেই ছেলেদের নামে লিখে দেয় যাতে পরবর্তীতে মেয়ের সন্তানেরা এই বাড়িতে অংশ নিতে না পারে এই ব্যাপারে ইসলাম কি বলে?

উত্তর

মেয়েরা পিতার সম্পত্তি পাবে। ছেলেদের চেয়ে অর্ধেক। মোট মূল্য হিসেব করে মেয়েরা ছেলেদের তুলনায় অর্ধেক সম্পদ পাবে। তবে ভিটা বাড়ি থেকে তাদের প্রত্যেককে নিতে হবে, বিষয়টি এরকম না। যদি আগে থেকে লেখা দেওয়ার কারণে কোন সন্তুন সম্পদ থেকে বঞ্চিত হয় তাহলে পিতা বড় ধরণের গুনাহগার হবেন। আগে লিখে দিলে যেহেতু কোন কোন সন্তান ক্ষতির সম্মুখীন হয়ে থাকে এবং অন্যান্য বিভিন্ন কারণে মৃত্যুর আগে কোন ওয়ারিশের নামে সম্পদ লিখে দেওয়া যাবে না। মৃত্যুর পরে তারাই তো পাবে, তাহলে লিখে দেওয়ার কী দরকার?