আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5767

বিবাহ-তালাক

প্রকাশকাল: 13 নভে. 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে, বার বার শশুর বাড়ির লোকদের না করার পরেও (খুব জোর দিয়ে না করার পরেও) যদি তারা না শুনে মাঝে মাঝে এটা সেটা দেয়, অনিচ্ছা সত্তেও নিতে হয়, তাহলে গুনাহ হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, কোন গুনাহ হবে না। এগুলো হাদীয়া বা উপহার হিসেবে গণ্য হবে, যৌতুক হিসেবে গণ্য হবে না।