আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5765

জায়েয

প্রকাশকাল: 11 নভে. 2021

প্রশ্ন

ভাষা দিবস উপলক্ষে আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা ভাষার গান গেয়েছিলাম। সেখান থেকে তাই আমাকে ওরা একটা সনদ (জাফর ইকবাল স্যারের অটোগ্রাফ সংবলিত), মাস্ক, বই, পাটজাত পণ্য এবং কিছু খাবারের জিনিস পাঠাচ্ছে আমার কাছে। এখন আমাকে রিসিভ করতে হবে। আমার প্রশ্নটা হচ্ছে আমার কি সেগুলো ব্যবহার করা ঠিক হবে? আর না করলে কি করা উচিত?

উত্তর

গান যদি জায়েজ হয়ে থাকে তাহলে পারশ্রমিক হিসেবে সেগুলো নিতে সমস্যা নেই। আর যদি গানের কথার মধ্যে না জয়েজ কিছু থাকে, বাদ্যযন্ত্র সহকারে গান গেয়ে থাকেন তাহলে সেগুলো নেওয়া জায়েজ হবে না।