আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5744

সালাত

প্রকাশকাল: 21 অক্টো. 2021

প্রশ্ন

ইমামের পিছনে নামাজ পড়ার সময় সালাম কিভাবে দিব? ইমাম এক সালাম ফিরানোর পর নাকি দুই সালাম ফিরানোর পর?

উত্তর

উত্তম হলো ইমাম দুই দিকেই সালাম ফিরানোর পর সালাম ফিরানো। তবে ইমাম সাহেবের সাথে সাথে বা ইমাম সাহেবের একটু পরে সালাম ফিরালেও নামায সহীহ হবে। মোট কথা ইমাম সাহেবের আগ বাড়িয়ে সালাম না ফিরিয়ে তার পরপর ফিরালেও নামায সহীহ হবে। আরো বিস্তারিত জানতে