আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5741

বিবিধ

প্রকাশকাল: 18 অক্টো. 2021

প্রশ্ন

আমি অনলাইনে চা পাতার বিজনেস করি৷ চায়ের অনেক গুনাগুন বলে বিক্রি করি৷ মিথ্যা কথা বলে কিছু বিক্রির ইচ্ছা কখনোই নাই আল্লাহর রহমতে। যে তথ্য গুলো দেই সত্য জেনেই দেই। যদি কখনো জানতে পারি কোন তথ্য মিথ্যা ছিল, কিন্তু সেটা জেনেই কেউ কিনেছে, আমার ইনকাম টা কি হারাম হবে? যদি হারাম হয়, আমার করনীয় কি?হারাম টাকা কিভাবে আলাদা করব? ধরুন, ১কেজি চা কিনেছি ১০টাকায় +এড খরচ ৫টাকা +প্যাকেজিং ও অন্যান্য খরচ ৫টাকা। ২০টাকা ইনভেস্ট করে ৩০টাকায় বিক্রি করলাম। ১০টাকা লাভ হল৷ এখন পুরো ৩০টাকাই দান করতে হবে নাকি ১০টাকা?

উত্তর

খুব সাবধান থাকবেন, কোন ধরণের মিথ্যা তথ্য যেন না থাকে সে ব্যাপারে পূর্ণ খেয়াল রাখবেন। তারপর অজান্তে মিথ্যা তথ্যের ভিত্তিতে যে ব্যক্তি আপনার থেকে পণ্য কিনছে তাকে আপনি ঐ পণ্যের পুরো টাকা দিয়ে দিবেন। খুঁজে না পেলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখবেন।