আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 573

সফর

প্রকাশকাল: 25 আগস্ট 2007

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি ১০ বৎসর যাবত ঢাকাতে বসবাস করি, আমার মা বাবা থাকে দিনাজপুরে আমার জন্ম রাজশাহিতে। এখন আমি যদি দিনাজপুর অথবা রাজশাহিতে কোন কারনে যাই তাহলে কি নামাজ কসর করতে হবে? আমার সলাত কসর সম্পর্কে কিছুটা জানা আছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। দিনাজপুরে বা রাজশাহীতে যদি আপনার থাকার স্থায়ী বাড়ি থাকে তাহলে আপনি কসর করবেন না অন্যথায় কসর করবেন। তবে আপনি যা লিখেছেন শুধু তার ভিত্তিতে কোন সঠিক সমাধান দেয়া সম্ভব নয়। আপনি স্থানীয় কোন আলেম থেকে বিস্তারিত জেনে নিন।