আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5727

যিকির দুআ আমল

প্রকাশকাল: 4 অক্টো. 2021

প্রশ্ন

শাইখ, ডিউটি চলাকালীন সলাতের পর সুন্নাহ সম্মত যিকির আযকার করা যাবে? যিকির করতে যত টুকু সময় ব্যয় হবে তা কি কাজে ফাঁকি দেওয়ার অন্তর্ভূক্ত হবে?

উত্তর

ডিউটি করা অবস্থায় বা মসজিদ থেকে কাজে যাওয়ার সময় যিকর-দুআ পড়বেন। তাহলে কাজেও ফাঁকি হবে না, যিকিরও আদায় হয়ে যাবে। কাজে ফাঁকি দিয়ে যিকির আদায় করা যাবে না।