আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5717

হালাল হারাম

প্রকাশকাল: 24 সেপ্টে. 2021

প্রশ্ন

বাজারজাত করা সয়াবিন তেল খাওয়া হারাম বা হালাল?

উত্তর

সয়াবিন তেল হালাল, খেতে সমস্যা নেই। তবে কোন কোম্পানীর ব্যাপারে যদি স্পষ্ট জানা যায় যে, তারা তাদের সয়াবিন তেলে হারাম কোন দ্রব্য মেশায় তাহলে সেটা খাওয়া যাবে না, হারাম হবে।