আসসালামু আলাইকুম। আমি খুবই চিন্তিত কারণ আমার কিছু মাসআলা জানা খুবই প্রয়োজন। আমি জেনারেল লাইনে পড়াশোনা করি। আমার মনে হয় এখানে এমন কিছু কথা আছে যা আমার কাছে অইসলামিক এবং ঈমান চলে যাওয়ার মতন মনে হয়। যেমন 26 শে মার্চের লেখা আছে যে এটা আন্তর্জাতিক দিবস এখানে আমরা শহীদদের শ্রদ্ধা করি, কবরে যেয়ে ফুল দিয়ে আসি তারপর এরকম কিছু লেখা থাকে আমি তো এগুলো মানিনা আমি শুধু পড়ে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে যদি পড়ি এবং তা পরীক্ষার হলে লিখি তবে কি এটা হারাম হবে এবং এতে কি আমার ইমান চলে যাবে?এবং আমার কিছু বইয়ে সুদের কিছু অংক আছে আমি যদি সে অঙ্কগুলো শুধু পরীক্ষার উদ্দেশ্য করে থাকি এবং দিয়ে থাকি তবে কি এটার ক্ষেত্রে আমার ঈমান চলে যাবে বা হারাম কিছু হবে। পরিক্ষার হলে অনেক সময়, আমি একটা প্রশ্নের উত্তর পারি কিন্তু সামান্য একটু ভুলে গিয়েছি, এ ক্ষেত্রে অল্প একটু কারো কাছে শুনতে পারবো পারব কি?