পরিবার কে বিয়ের কথায় জনানোর পর বিয়ে না দিলে কী করণীয়?
উত্তর
আপনি যদি বিয়ে করার প্রয়োজনীয় সামর্থ্য রাখেন অর্থাৎ শারীরিকভাবে সক্ষম হন, সংসার চালানোর জন্য যথেষ্ট টাকা পয়সা উপার্জন করেন তাহলে পরিবার রাজি না হওয়ার কথা নয়। তারপরও যদি পরিবার রাজি না হয় তাহলে পাপ থেথে বাঁচার জন্য নিজের সিদ্ধান্তে বিয়ে করতে পারেন। আর যদি নিজে উপার্জন না করেন তাহলে আগে কর্মের ব্যবস্থা করুন এরপর পরিবারকে বলবেন। সর্বাবস্থায় নিজের সকল প্রয়োজনের জন্য আল্লাহ তায়ালার কাছে বেশী বেশী দুআ করবেন। এই বিষয়ে ইউটিউবে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর ভিডিওটি দেখতে পারেন।রহি. এর এই