আস-সুন্নাহ ট্রাস্ট
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5697
হাদীস ও উসূলুল হাদীস
প্রকাশকাল: 4 সেপ্টে. 2021
বর্তমানে, মুতাবিবাহ সম্পর্কে চার মাযহাবের মতামত কি?এক রাকাত বিতর নামাজ পড়া কি জায়েজ?
মুতা বিবাহ চার মাযাহাবে হারাম। মুতা বিবাহের কোন অনুমতি এখন নেই। নীচের হাদীসটি লক্ষ্য করুন: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عُمَرَ، حَدَّثَنِي الرَّبِيعُ بْنُ سَبْرَةَ الْجُهَنِيُّ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّهُ، كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ