আসসালামু আলাইকুম। আমি একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি ছোটবেলা থেকে গান, নাচ, মুভি ও নাটক এইসব কালচারল দেখে বড় হয়েছি এবং সত্যি কথা বলতে এসব আমার ভালোও লাগে। আমি অনেক কিছু শিখি এসব থেকে। কিন্তু সমস্য হলো যার জন্য আপনাকে প্রশ্ন করা আমার ১ বছর যাবৎ আমি মাথার একপাশে বিষণ ব্যথ্য অনুভব করি, তার জন্য আমি যে যে ডাক্তার দেখানোর দরকার সব করি এবং যতসব পরিক্ষা করার সব করি কিন্তু কোনো লাভ হয়নি। কিন্তু আমি যখন মাথায় টুপি, পাগরি বা গামছা জাতীয় কিছু সবসময় পড়ি তবে আমার ব্যথাটা কিছুটা প্রশমিত হয়। এখন কথা হলো আমি যদি টুপি বা পাগরি পড়ি তবে আমাকে সবসময় পাজামা বা পাজ্ঞাবি পড়তে হবে মানে হুজুর হতে হবে কিন্তু আমি তো হুজুর বা ধর্ম সম্পর্কে কিছুই জানি না। আর সবচেয়ে বড় কথা হলো আমি আমার একটাজাগতিক লাভের জন্য আল্লাহর রাস্তায়আসছি আল্লাহ কী আমাকে কবুল করবেন?