কিছু ছাগল কিনেছি আর একজনের সাথে শেয়ারে। সে অর্ধেক টাকা দিয়েছে আমি অর্ধেক টাকা। আমাদের মাঝে চুক্তি হয়েছে লাভ লস যায় হউক অর্ধেক অর্ধেক বন্টন হবে। এটা কি জায়েজ হবে? নাকি সে যে লালান পালন করছে তার জন্য তাকে আলাদা টাকা দিতে হবে?
ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5690
ব্যক্তিগত ও পারিবারিক
প্রকাশকাল: 28 আগস্ট 2021
কিছু ছাগল কিনেছি আর একজনের সাথে শেয়ারে। সে অর্ধেক টাকা দিয়েছে আমি অর্ধেক টাকা। আমাদের মাঝে চুক্তি হয়েছে লাভ লস যায় হউক অর্ধেক অর্ধেক বন্টন হবে। এটা কি জায়েজ হবে? নাকি সে যে লালান পালন করছে তার জন্য তাকে আলাদা টাকা দিতে হবে?
লাভের টাকা যদি সমান হারে ভাগ হয় তাহলে লালন পালনের ব্যায়ও সমহারে হতে হবে। তবে লালন পালনকারী যদি নিজ ইচ্ছায় লালন পালনের ব্যায় না নিয়ে থাকেন তাহলে জায়েজ হবে।