আস সালামু আলাইকুস। আমার প্রশ্ন দুইটি যথা ১। আমার নিজ এলেকা শার্শা অঞ্চলে একটি মসজিদে আগে থেকে হানাফি মানাহাজ / দুই একজন আহলে হাদিস মানহাজের লোকেরা নামাজ আদায় করতো। হঠাৎ করে মসজিদের জমি দাতা যশোর ক্যান্টমেন্টে অবস্থান করার ফলে সেখানে তিনি আহলে হাদিস মানহাজ গ্রহন করে। ফলে এলেকাতে এসে নানা রকম কথা বলে বেড়ায় যে যারা হানাফি মাজহাবের লোক তাদের নামাজ হচ্ছেনা? তারই ধারাবাহিকতায় তিনি (মসজিদের জমি দাতা) একদিন ঘোষণা দিলো যে আজ থেকে হানাফি মাজহাবের লোকেরা কেউ হানাফি নিয়মে এই নিয়মে নামাজ পড়তে পারবেনা? নামাজ পড়লে আহলে হাদিসের নিয়মে পড়তে হবে? যার ফলে হানাফি মাজহাবের লোকেরা মনে কষ্ট নিয়ে ঐই মসজিদে অনেকে আর নামাজ যায় না। ইসলামী শরীয়াতে এই বিষয়ে সমাধান কি? ২। মসজিদের জমি দাতা একদিন ঘোষণা দিলো আমি যতদিন বেচে থাকবো ততদিন আমি এই মসজিদের সভাপতি থাকবো? আমি মরে গেলে আমি বউ সভাপতি হবে? এতে হানাফি মাজহাবের লোকেরা আপত্তি জানালো মহিলারা আবার মসজিদের সভাপতি হয় কিভাবে? কিন্তু তিনি (মসজিদের জমি দাতা) তাদের কথা আমলে নিলোনা। এরকিছু দিন পর তিনি (মসজিদের জমি দাতা) মসজিদের সামনে বড় করে লিখে দিলো মুহাম্মাদিয়া আহলে হাদিস জামে মসজিদ। এই লেখা দেখে এরপর হানাফি মাজহাবের লোকের ঠিক রাস্তার অপজিটিভ আরেকটি মসজিদে তৈরী করে তারা নামাজ আদায় শুরু করলো। আমার প্রশ্ন হলো? কোন মসজিদটা তাকওয়ার প্রতিষ্ঠিত? আর কোন মসজিদে নামাজ পড়লে নামাজ হবে? আশা করছি কুরান ও হাদিসের দলিল দিয়ে সমাধান দিবেন?