আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5685

জায়েয

প্রকাশকাল: 23 আগস্ট 2021

প্রশ্ন

আসসালমু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি ইন্ডিয়া থেকে বলছি শায়খ আমাদের এইখানে অর্থাৎ ভারতে বিভিন্ন ধরণের অ্যাপস এর মাধ্যেমে রেফার করে একজন আর একজনকে শেয়ার করে রেফার কোড এর মাধ্যেমে টাকা ইনকাম করতে দেখা যায়। এইটা কি করা যাবে,দেখা এই টাকা কি হালাল হবে। উদাহরণস্বরপ আমি একজনকে একটা অ্যাপস শেয়ার করলাম আমার শেয়ার করা লিংক এর মাধ্যেমে ওই ব্যক্তি অ্যাপস টা ইন্সটল করে লগ ইন করলো আর আমর অ্যাকাউন্টে ১০০/১৫০/২০০ টাকা যোগ হয়ে গেলো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এই উপার্জন জায়েজ হবে না। এই ধরণের সন্দেহপূর্ণ সকল উপার্জন থেকে বিরত থাকা আবশ্যক।