আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5679

বিবাহ-তালাক

প্রকাশকাল: 17 আগস্ট 2021

প্রশ্ন

বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করে বাচ্চাকাচ্চা নিয়ে ফেলেছে। বড় ভাই বিদেশে থাকার সময় ছোট ভাইয়ের বয়স ছিল 19 বড় ভাইয়ের বয়স 23 বছর। এটা কতটুকু যুক্তি সম্পূর্ণ কাজ করেছে। একটু বলবেন প্লিজ

উত্তর

বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করা, বাচ্চা হওয়া এটা কোন খারাপ কাজ নয়। বরং প্রাপ্তবয়স্ক হওয়ার পর সামর্থ থাকলে বিয়ে করা উত্তম ও খুবই সওয়াবের কাজ। ছোট ভাইয়ের বিয়ে বড় ভাইয়ের জন্য ঝুলিয়ে রাখা খুবই অন্যায় এবং ধর্মবিরোধী কাজ।