আসসালামু আ’লাইকুম, শাইখ। আমার প্রশ্ন হলো: যে ব্যক্তি বলেন যে, রাসুলুল্লাহ্ (সা.) হাযির-নাযির এবং রাসূলের (সা.) কাছে চাওয়া (মুনাজাত করা) যায়, তার পিছনে কী জামাতে সালাত আদায় করা যাবে? উল্লেখ্য, তিনি হাযির-নাযির মতবাদের পক্ষে দলীল দেন পেশাবের ছিটা থেকে না বাঁচার ফলে কবরের আযাব সংক্রান্ত হাদিসটি দিয়ে। আর রাসূলের ( সা.) কাছে চাওয়া সংক্রান্ত কোনো দলীল তিনি দিয়েছেন বলে আমি জানি না।