আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5674

মুসাফির

প্রকাশকাল: 12 আগস্ট 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম। স্যার আমি মালবাহী জাহাজে চাকরি করি। এক জেলা থেকে অন্য জেলায় যায় আমাদের জাহাজ। খাওয়া দাওয়া সবকিছু জাহাজে। কাজের চাপও হিসাবে একদম নাই। আর লোকের সংখ্যা চার জন। প্রতি দুই মাস পর বা এক মাস পর বাড়িতে যায় যখন প্রয়োজন তখন বাড়িতে যায়। আমাদের যে জাহাজে থাকাটাই কি মুসাফির হবে নাকি। আমাদের কি কসর নামাজ আদায় করতে হবে। কিন্তু উদেশ্য সফরের নয়। এইখানে ইবাদত করার যথেষ্ট সুযোগ সুবিধা আছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জাহাজে থাকাকালীন আপনারা মুসাফির হিসেসে গণ্য। নামায কসর করবেন।