আসসালামু আলাইকুম। আমি একটা ব্যাপারে কনফিউশনে আছি। আশাকরি আপনাদের থেকে সমাধান পাবো। আমি যদি বাংলাদেশ থেকে সেহরি খেয়ে ভোর ৪ টায় North american x-15 প্লেনে উঠি এবং ২ ঘন্টায় আমেরিকা পৌঁছে যাই! (X-15 ঘন্টায় ৭২০০ কিলোমিটার স্পিডে চলতে সক্ষম।) তাহলে তখন আমেরিকায় রাত ৮ টা বাজবে। আমি কি আমেরিকায় ল্যান্ড করেই ইফতার করে ফেলতে পারবো? সেহরি এবং ইফতার তো সুর্যদয়-সুর্যাস্তের উপর ডিপেন্ড করে। তাহলে কি ২ ঘন্টাতেই আমার রোজা হয়ে যাবে? বিঃদ্রঃ মুসাফিরের উপর রোজা ফরজ নয়। কিন্তু যদি কেউ রোজা টা ভাঙতে না চায়! তাহলে তার ক্ষেত্রে সমাধান টা কি হবে? সেটা জানতে চাচ্ছি।