আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5664

সালাত

প্রকাশকাল: 2 আগস্ট 2021

প্রশ্ন

টিস্যু আর পানি ব্যবহার করে অপবিত্রতা দূর করে তারপর অজু করে সালাত আদায় করা যাবে নাকি (পানি+টিস্যু ব্যাবহার) এর পরে কোমর পর্যন্ত পানি দিয়ে ধুয়ে তারপর অজু করে সালাত আদায় করতে হবে?

উত্তর

অবিত্র বা ময়লা হওয়া জায়গাটুকু পানি-টিস্যুর মাধ্যমে পরিস্কার করে ওযু করে সালাত আদায় করবেন, কোমর পর্যন্ত ধোয়ার কোন দরকার নেই।