আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5661

সালাত

প্রকাশকাল: 30 জুলাই 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একজন ছাত্র। প্রত্যেকদিন আমি সন্ধ্যা ছয়টায় প্রাইভেটে যাই। তাই আমার মাগরিবের নামাজ মিস হয়ে যায়। আমি কি ৫ টা ৪০ অথবা ৭ টা ২০ মিনিটে মাগরিবের নামাজ পড়তে পারব

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সময় মত মসজিদে জামাতের সাথে নামায আদায় করা পুরুষদের জন্য জরুরী। কোন কারণে কোন দিন যদি জামাত মিস হয় তাহলে ওয়াক্তের মধ্যেই নামায আদায় করতে হবে। নিয়মিত জামাত তরক করা বা সময়ের পরে নামায পড়া যাবে না। সুতরাং আপনার কাজ হলে ঐ প্রাইভেট বাদ দিয়ে এমন কোথাও পড়া যেখানে পড়ালে সময়মত নামায আদায় করতে কোন সমস্যা হবে না। নামাযকে সব কিছুর উপরে রাখতে হবে, সবচেয়ে বেশী গুরুত্ব দিতে হবে।