আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5653

বিবিধ

প্রকাশকাল: 22 জুলাই 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি আগেও প্রশ্ন করেছিলাম আলহামদুলিল্লাহ উওর পেয়েছি, কিন্তু সলিউশন অনুযায়ী কাজ করা যাচ্ছে না দয়া করে প্রশ্নটি পুনরায় পড়ে বিবেচনা শহিত উত্তর দিলে উপকৃত হবো। প্রশ্নঃ- আমি একটা সময় অনেক বার ট্রেন ভ্রমণ করেছি বিনা টিকেট তখন বান্দা হক সম্পর্কে আমার ধারণা ছিলনা, কিন্তু এখন এসে এর সম্পর্কে অনেক ধারণা পেয়েছি এবং আমি এই টাকা যেকোনো উপায়ে পরিশোধ করতে চাচ্ছি, আমি হিসেবে করে বের করতে পেরেছি কতবার আমি টিকেট বিহীন ভ্রমণ করেছি। বিদ্রঃ- আলহামদুলিল্লাহ এই website থেকে সমাধান দেওয়া হয়েছিল যে স্টেন্ডিং টিকেট কিনে তা পরিশোধ করে দিতে। এখন সরকার স্টেন্ডিং বন্ধ করে দিয়েছে, আমি কি সিট কিনে তা পরিশোধ করতে পারবো, সিট কিনলাম কিন্তু আমি ভ্রমন করলাম না। যেহেতু স্টেন্ডিং টিকেট সিস্টেম বন্ধ, এই বিষয়টি আমাকে দিন দিন খুব প্যারা দিচ্ছে।

উত্তর

জ্বী, যদি সিট ছাড়া টিকেট কেনা সম্ভব না হয়, সিটসহ টিকেট কিনবেন। ভ্রমন করবেন না। এটা মন্দের ভালো। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন।