আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5650

বিবিধ

প্রকাশকাল: 19 জুলাই 2021

প্রশ্ন

বিকাশ এর ডিসট্রিবিউটর হাউস এ চাকরি কি অবৈধ হবে? আমার কাজ হল এটেন্ডেঞ্চ দেখা, পিন রিসেট এর মেইল পাঠানো এবং তা মাঠের কমৃদের রিপলে দেয়া। আমার পদবি হচ্ছে এডমিন ম্যানেজার। আমিসহ আমার হাউজ এর কারো সুদ নিয়ে কোনো কাজ নেই বলেই আমি জানি বা দেখছি। আমার অজান্তে কিছু থাকলে আমার তা জানা নেই। আমাদের হলো মারচেন্ট বিজনেস। নুতুন একাউন্ট খোলা ও লেনদেন করানো। কেনাকাটা করে বিকাশ এ পেমেন্ট করার বিষয়ে আমাদের হাউস কাজ করে। আমার ইনকাম কি অবৈধ হবে?

উত্তর

আপনার কাজ যেহেতু বৈধ, সুতরাং এই কাজের উপার্জন বৈধ হবে। তবে সুদ ভিত্তিক ব্যাংকের ব্যাংকিং কোন কাজ করা বৈধ নয়।