আসসালামু আলাইকুম ভাই। আশা করি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। ১। ফরজ গোসলে কুলি এবং নাকে পানি দেওয়ার ক্ষেত্রে কতটুক গভীরে পানি দিতে হবে। ২। গোসলের শুরুতে লজ্জাস্হান পরিষ্কার করে নিলে গোসলের মাঝে সেগুলোতে আবার পানি পৌছানোর প্রয়োজন আছে কি? অর্থাৎ সেগুলোকি আবার ধুতে হবে। ৩। গোসলের মাঝখানে ওযু ছুটে গেলে গোসল কি আবার প্রথম থেকে শুরু করতে হবে? ৪। হাত বা পায়ের নখের ভীতর পানি প্রবেশ করানো কি জরুরী। জাযাকাল্লাহু খয়রান।