আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5640

ফিতরা

প্রকাশকাল: 9 জুলাই 2021

প্রশ্ন

সালাম নিবেন। আশা করি ভালো আছেন। আমি জানতে চাই যে আমরা যে ফেতরা দেই, সেটা নাকি শুধু ঈদের নামাজের আগে দিতে হয়। এমনকি ঈদের আগের দিন দেওয়াও ঠিক না। এখন আমার মনে একটা প্রশ্ন যে ফেতরা দেওয়ার উদ্দেশ্য যেটা তাহলো ঈদের আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়া, এখন যদি আমি আগে তাদের টাকাটা না দেই তবে তারা ঈদের জন

উত্তর

টাকা দিয়ে ফিতরা দিলে দুয়েক দিন আগে দেয়া উত্তম, যাতে প্রয়োজনীয় খাবার কিনে নিতে পারে। আর খাবার দিয়ে ফিতরা দিলে ঈদের দিন সকালে দেয়া যেতে পারে।