আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5630

নামায

প্রকাশকাল: 29 জুন 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কাজের জন্য গাজীপুর থাকি আমার বাড়ি নেত্রকোনা, এখন আমি বাড়ি যাওয়ার উদ্দেশ্য গেলে কি রাস্তায় যে নামাজ গুলো পড়ে সেই গুলো কি কসর নামাজ আদায় করব? এত দিন আমি রাস্তায় স্বাভাবিক নামাজ আদায় করেছি না জানার কারনে এখন যদি কসর হয়ে যায় সে ক্ষেত্রে আমি এই ভুল গুলা কিভাবে পূরণ করব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, রাস্তায় যদি একাকী নামায পড়েন তাহলে কসর করবেন। আগের নামায কাজা করা লাগবে না। সামনে থেকে ঠিক করে পড়বেন।