মার মা গত ৬ বছর আগে মারা যায়,মা মারা যাবার পর ৮ মাসের মধ্যে বাবা ২য় বিয়ে করে । প্রথম প্রথম সৎ মায়ের আচরন ভাল ছিল । গত ৩ বছর যাবত সৎ মা আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে । আমাদের খাওয়া, কথা বলা কিছুই দেখতে পারে না,সারা দিন পেনপেন করে,আমি কিছুই বলতাম না । আমার ছোট ভাই মাঝে মধ্যে উওর দিত । এ অবস্থায় আমি আল্লাহর রহমতে বিয়ে করি, বিয়ে করার পর সৎ মা আমার স্ত্রীর সাথে ও খারাপ ব্যবহার শুরু করে,অফিস থেকে গিয়ে প্রায় সময় দেখতাম আমার স্ত্রী কানতেছে । এ সব কিছু আমার বাবার সামনে করত, আমার বাবা কিছুই বলত না । এ অবস্থায় গত রমজানে আমি বাবার সামনে নিজে নিজে চিৎকার শুরু করে দিই । এতে আমার বাবা কান্না শুরু করে দেয় । যে আমি কেন সৎ মায়ের সামনে আর বাবার সামনে চিৎকার করলাম, পরে আমি রাগ নিয়ন্ত্রন করে ক্ষমা চেয়ে নিই,যেহেতু আল্লাহ বলছে মা বাবা যেন উহ শব্দ না করে তাই ।কিছু দিন পর সৎ মা আবার আমার স্ত্রীর সাথে খারাপ আচরন শুরু করে । এতে আমার বাবা আমার ছোট ভাই আর আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে এক মাসের সময় দিয়ে দেয়, বাবা বলে এ ভাবে চলতে থাকলে বর রকম সমস্যা হতে পারে তাই আলাদা বাসা নিয়ে থাক, আমি মাযে মধ্যে গিয়ে দেখে আসব । আলহামদুলিল্লাহ, এর কিছু দিন পরে আমার ছেলে জন্ম গ্রহন করে, কিন্তু ৩ মাস হয়ে গেলেও আমার বাবা এক বারও আমাদের দেখতে আসে নাই । গত কয়েক দিন আগে আমার ছেলে কে দেখতে আসে, এসে বলে আমি নাকি টাকা খাওয়ার জন্য আমার ছোট ভাইকে নিয়ে আসছি, অথছ বাবা নিজে ওকে বের করে দিছে । এর পর বলে আমরা কেন ওনার বাসায় যাই নাই, অথছ বাসায় যেতে ওনি নেষেধ করছে.পূর্বে থেকেও আমার বাবা প্রায় সময় মিথ্যা কথা বলে । এখন আমার বাবা আমার সাথে আর কথা বলে না, আমি ও ভয়ে কল দিই না যে ওনি আবার আমার নামে মিথ্যা কিছু অপবাদ দিয়ে দিবে,আমার বিয়ের সময় খাওয়া খরচের টাকা বাবা বহন কর বে বলছে, এখন ওনি বলে আমি নাকি ওনাকে টাকা দিতেছি না । এখন আমার প্রশ্ন হল আমার কি করা উচিত?