আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5625

সালাত

প্রকাশকাল: 24 জুন 2021

প্রশ্ন

যদি ঘরের মেঝেতে বৃষ্টির পানি ঢুকে। নোংরা পানি। অল্প কিছু জায়গায় পানি থাকে না তবে অজু করে সেখানে যেতে নোংরা পানিতে পা পারে। এই পরিস্থিতি তে নামাজ কি ফরজ নাকি কাজা করা যাবে?

উত্তর

না, কাজার করা যাবে না। কষ্ট হলেও সময়মত নামায আদায় করতে হবে।