আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5624

কুরআন

প্রকাশকাল: 23 জুন 2021

প্রশ্ন

আসসালামু আলাইকুম আমি নতুন করে কুরআন পড়া শিখতেছি। শিখতে গিয়ে দেখলাম হরফের উচ্চারণ স্থান ভেদে পরিবর্তন হচ্ছে অর্থাৎ মাখরাজ ঠিক রেখে কোথাও টেনে বা কোথাও গুন্নাহ করে পড়তে হয়। কিন্তু ছোটবেলায় হুজুরের কাছে যে সমস্ত সুরা শিখেছি তা বাংলা উচ্চারণ টা শুধু শিখেছি কুরআন পড়ার মতো নিয়ম করে উচ্চারণের পার্থক্য করে শিখিনি। আর এ বাংলা উচ্চারণ দিয়ে শেখা সুরা পড়েই আমি এতদিন নামাজ আদায় করেছি নামাজে সুরা পড়ার সময় বাংলা উচ্চারণ মনে থাকে, আরবি হরফভেদে যে উচ্চারনের পার্থক্য হয় তা মনে থাকেনা আমার প্রশ্ন হলো নামাজে সুরা পাঠের সময়েও কি কুরআন তেলাওয়াতের মতো উচ্চারণ মাখরাজ গুন্নাহ মা’দ প্রভৃতি ঠিক রেখে পড়তে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, কুরআন শুদ্ধ করে পড়া শিখতে হবে তো মূলত নামায পড়ার জন্যই। নামাযের মধ্যে মদ-গুন্নাহ ঠিক করে মাখরাজসহ কুরআন পড়তে হবে।