আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5617

হালাল হারাম

প্রকাশকাল: 16 জুন 2021

প্রশ্ন

প্রয়োজনের তাগিদে গায়েবে মাহরামের সাথে কথা বলার বিধান কেমন হওয়া উচিত। ট্রেন/বাসের কাউন্টার /ক্লাসের ম্যাডাম/ বাসায় বেড়াতে আসা গায়েবে মাহরাম বড় আপু /অন্যান্য আত্নীয় তাদের সাথে কিভাবে কথা বলব। আমার দৃষ্টি কোন দিকে থাকবে? তাদের দিকে না তাকিয়ে কথা বলতে হবে? নাকি তাকাতে পারব !!

উত্তর

প্রয়োজন হলে নন মাহরামদের সাথেও কথা বলা যাবে, স্বাভাবিক ভঙ্গিতে কথা বলবেন। তাদের দিকে তাকাবেন না।