আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5616

গুনাহ

প্রকাশকাল: 15 জুন 2021

প্রশ্ন

আমরা জানি লাইলাতুলকদরের এক রাত এক হাজার মাস ইবাদত করার সমান। অর্থাৎ আমরা যদি কদরের রাতে একবার “সুবহানাল্লাহ” বলি তাহলে এক হাজার মাস এইভাবে “সুবহানাল্লাহ” বলার সওয়াব পাবো। এইখানে আমার প্রশ্ন হলো হুজুর আমরা যদি এই কদরের রাতে কোনো পাপ করি তাহলে কি আমরা এক হাজার মাস করার এই পাপ করার গুনাহ পাবো? আল্লাহ কি আমাদের আমলনামায় একদিনের গুনাহ লেখবেন নাকি এক হাজার মাস গুনাহ করার গুনাহ লেখবেন?

উত্তর

না, একদিনের গুনাহই লিখবেন, হাজার মাসের পাপের গুনাহ লিখবেন বলে কোন প্রমান কুরআন-হাদীসে নেই।