আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5615

জুমআ

প্রকাশকাল: 14 জুন 2021

প্রশ্ন

আমাদের দেশে অনেক মহিলাই মসজিদে গিয়ে জুমার সলাত আদায় করতে পারে না, তাহলে তারা কিভাবে জুমার দিনের ফজিলত পূর্ণ সওয়াব গুলো পেতে পারে, যেমন- উট, গরু, দুম্বা দান করার সওয়াব, কদমে কদমে এক বছর ইবাদতের সওয়াব ইত্যাদি।

উত্তর

মহিলাদের জন্য জুমুআর সালাত ফরজ নয়। বাড়িত যোহরের সালাত আদায় করবে মহিলারা। যদি মসজিদে গিয়ে জুমুআর সালাত আদায় করে তাহলে যোহরের সালাত আর আদায় করা লাগবে না। তবে মসজিদে না গিয়ে বাড়িতে সালাত আদায় করা তাদের জন্য উত্তম। আল্লাহ তাদের জন্য ভিন্ন সওয়াবের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ, যেটা পুরুষের জন্য সুযোগ নেই। তথ্যসূত্র