শায়েখ, আমি ২-৩ বছর আগে চরম নাস্তিক ছিলাম। ইসলামকে আমার কাছে কেবল ভাওতাবাজি মনে হত। প্রায়শই আল্লাহ ও তার রাসূল (সা) কে নিয়ে গালিগালাজ করতাম। বিষয়টি মুখে আনতে খারাপ লাগছে যে, একসময় কোরআন মাজিদকে লাথি মেরেছি; অহংকারে তার উপর দাড়িয়েছি। পরবর্তীতে ইসলাম নিয়ে গবেষণা করে আমি নিজেকে চরম অন্ধকারে পেয়েছি। আমার পূর্বের ধারণাগুলি ভূল ছিল। আমি ইসলাম গ্রহণ করেছি। কিন্তু আমার পূর্বের কৃতকর্মের কথা ভেবে কোনোভাবেই স্বস্তি পাচ্ছি না। আমার পূর্বের কৃত অপরাধসমূহ কি ক্ষমা হবে? আল্লাহ তা’য়ালা নাকি এজাতীয় অপরাধ ক্ষমা করেন না?