আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5605

আকীদা

প্রকাশকাল: 4 জুন 2021

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। দয়া করে উত্তর দিবেন। আমার মনে হয় যে আমি আকিদা ঈমান বিশুদ্ধ করার জন্য চেষ্টা করছি। আল্লাহর কাছে যথা সম্ভব তাওফিক ও চাচ্ছি। কিন্তু আমি আকিদাগত ত্রুটি থেকে বাঁচতে পারছি না। আকিদার বই পড়েছি, ভিডিও ও দেখছি। কিন্তু কোন মতে শিরক কুফর থেকে বাঁচতে পারছি না। এর কারন কি। একজন মানুষ কিভাবে হেদায়েত এর জন চেষ্টা করতে পারে? ২ এই ত্রুটির জন্য পরিবেশ দায়ি হতে পারে কি? যেমন পরিবেশশ অধিক হারে শিরক হারামে লিপ্ত। তাকদিরে বিকৃত বিশ্বাসে লিপ্ত। নাকি ব্যক্তি উপর পাশের মানুষের প্রভাব এ আকিদা গত ত্রুটি হতে পারে না। দয়া করে পরির্তান এর উপায় বলুন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মনে হচ্ছে আপনি মানসিক সমস্যায় আক্রান্ত, শিরক-কুফরে নয়। আকিদা সম্পর্কে অতিরিক্ত ভাবনা-চিন্তাই হচ্ছে এই মানসিক রোগের কারণ। আপনি সরাসরি এই নাম্বারে ফোন করবেন যে কোন দিন এশার পর 01762629405